Sunday, June 5, 2011

পরিবার একটি অটুট বন্ধন...........


আমাদের প্রাত্যহিক জীবনে হতাশা বেড়েই চলেছে, আর কমছে স্বসি- ও সূখ। মানুষ দিনে দিনে বড় বেশী একা হয়ে যাচ্ছে, যার প্রতিফলন ঘটছে জাতীয় জীবনেও, ঐক্যমতের বড়ই অভাব। আর এ সব কিছুর মূলে রয়েছে “পরিবার” নামক আদিমতম সংগঠনটির ব্যার্থতা। কোন এক অজ্ঞাত কারনে সমাজ বিজ্ঞান এ বিষয়ে বড়ই উদাসিন। আর এজন্যই পৃথিবীর প্রথম সংগঠন এখনো অবৈধ, কারণ এর কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নাই। সভ্যতার শুরু যে সংগঠনটিকে কেন্দ্র করে সর্বত্রই তার ভিত্তি বড়ই দূর্বল, পারিবারিক বন্ধন সবল হবার মত সামাজিক পরিকাঠামো না থাকায়। পরিবারের বৃহত্তম সংস্করনই আসলে সমাজ, আর সমাজের সার্বজনীন সংস্করন হচ্ছে সভ্যতা। মানুষ জন্মে প্রথমেই তার পরিবারকে চেনে তারপর তাদের মত করে আসে- আসে- চিনতে শুরু করে সবকিছূ। একসময় নিজের অভীজ্ঞতার আলোকে তার মনোজগতে গড়ে ওঠে নতুন আরেক জগৎ, যেটা একান-ই তার মত, সমস- যুক্তি তর্কের উর্ধে। সভাব সূলভ ভাবে মানুষ তার পরিবারের সদস্যদেরই সবচেয়ে ভাল চেনার কথা, কেননা প্রত্যেকটি মানুষের স্বভাবই সদা চলমান,একমাত্র পরিবারের সদস্যরাই তাকে আজন্ম ধারাবাহিক ভাবে দেখে।

No comments:

Post a Comment