Sunday, June 5, 2011

তোমার-আমার তৈল চিত্র


একটা পাহার, তুষারাবৃত
নিরবে করে যাচ্ছে
শুভ্র দিপ্তির বিকিরন,
ঠিক তার পিছনে দিগন- ছুয়েছে
চিরহরিৎ বনভূমির দৃশ্যমান শেষাংশ
পাহাড়ের পাদ ছুয়ে
ক্লান--শ্বান- সাগর যেন
আবার গর্জে উঠার পূর্ব মূহুর্তের
হৃদয়ভাঙ্গা নিরবতা।
এই চির অশান- আমি
যখন ছুটে যাই তোমার সামনে
তখনকার ঠিক সেই মূহুর্তের
প্রাকৃতিক চিত্রায়ন এর চেয়ে
আর কত নিখুত হতে পারে।

No comments:

Post a Comment