Sunday, June 5, 2011

আলো-আঁধারী


সময়ের সিড়ি বেয়ে অজানা পথ পাড়ি দিতে
চোখ বাঁধা ষাঁড়ের মত ছুটে চলেছি
জানিনা পথ, জানিনা গন-ব্য
জানিনা জানার কোন উপায়
তাই মূহুর্তেও সাথে মূহুর্ত জোড়া দিয়ে
কখনোবা কোন মূহুর্ত বাদ দিয়ে
জোড়াতালি দিয়ে গেথে চলেছি জীবন
শুরুটা ছিলনা কন্টকময়
শেষটা নিয়ে আছে মহাসংশয়
শুরু আর শেষের আলো আধারীতে
অবিরাম ছুটে চলেছে জীবনের চাকা।

No comments:

Post a Comment