Sunday, June 5, 2011

পথিকের কাব্য.................................


আমার যত পথ ছিল সব দুরে চলে গেছে
পথের খোজে এখন আমি পথেই পরে আছি
পথ শুরুতেই পথের মাঝে পথ হারিয়ে একা
স্বপ্নগুলো গুমড়ে ফেরে পায়না তারার দেখা
আশা গুলো আশাহত কষ্ট মুচকি হাসে
তাই পথের খোজে এখন আমি পথেই পরে আছি
আমার যত পথ ছিল সব দুরে চলে গেছে
পথের খোজে এখন আমি পথেই পরে আছি
পথের শেষেই পথের শুরু  জানেনারে মন
কষ্টগুলো স্বপ্ন হয়ে সঙ্গী সারাক্ষন
স্বপ্নে গড়ি স্বপ্নপুরি স্বপ্নে বেচে আছি
স্বপ্ন ভাঙ্গার স্বপ্নের ভয়ে বিনিদ্র জেগে আছি
আমার যত পথ ছিল সব দুরে চলে গেছে
পথের খোজে এখন আমি পথেই পরে আছি
পথ শুরুতেই পথের মাঝে পথ হারিয়ে একা
স্বপ্নগুলো গুমড়ে ফেরে পায়না তারার দেখা
আশা গুলো আশাহত কষ্ট মুচকি হাসে
তাই পথের খোজে এখন আমি পথেই পরে আছি

No comments:

Post a Comment