সাগরের সব জল উরে যাক কর্পুরের মত,
থেমে যাক সব নদীর বয়ে চলা
মরুভূমি হয়ে যাক চিরহরিত অরন্য
পাখিরা ভুলে যাক সব গান
ধুলোয় মিশে যাক বীরদর্পে দাড়িয়ে থাকা পাহাড়গুলো
পৃথিবীর গতি থেমে যায় যাক
নিঃশেষ হয়ে যাক সূর্য্যের সব আলো
সৌরজগত চুপসে যাক কৃষ গহবরে
লন্ডভন্ড হয়ে যাক ছায়াপথ গুলো
নিঃশ্চিহ্ন হয়ে যাক মহাবিশ্ব
শুধু থাক তোমার আমার অনন- ভালোবাসা
আর এই একসাথে পথ চলা।
No comments:
Post a Comment